বিদ্যার মানে কি ? What is the meaning of education?


 সত্যকে উপলব্ধি করা জ্ঞান দ্বারাই সম্ভব। অতএব অজ্ঞানতা পাপের কারণ। জ্ঞান অর্জন হবে বিদ্যা শিক্ষার মাধ্যমে। সত্যকে জানার জন্যই শিক্ষার প্রয়োজন। শিক্ষা দুই প্রকার অপরাবিদ্যা অর্থাৎ পার্থিব শিক্ষা ও পরাবিদ্যা অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষা। সত্যকে অন্তরস্থ করতে প্রথমে পার্থিব শিক্ষা গ্রহণ করতে হয় কেননা নিজে বুঝতে ও অন্যকে বোঝাতে ধর্মের ভাব বোঝাতে। আর আধ্যাত্মিক শিক্ষা অর্জন হয় সাধনা দ্বারা সমস্ত সিদ্ধি লাভ হলে সেই সকল সিদ্ধি ত্যাগ করলে তত্ত্বজ্ঞান জন্মে, তখন সাধকের গুণের প্রকৃত তত্ত্ব পর্যালোচনা করার শক্তি জন্মে।


                                        - আদিষ্ট নিরুপম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ