অভিমান। Selfishness.


"ধন,জন, যৌবনের করো না রে অভিমান,

ক্ষণে ক্ষীণ হয় যাহা বুঝ তার পরিমাণ,

রাজ রাজেশ্বর যিনি,ক্ষণে ভিখারী হন তিনি,

হেন ধনে অভিমানি কেন হও অকারণ?

রাবন ও কৌরব বংশ,পক্ষ মাঝে পেল ধ্বংস,

তেমতি দূরন্ত কংস,তবে বুঝ জন মান?

যৌবনের অনিত্যতা,বাক্যে বলা যেন বৃথা।

নিত্য দেখ ভবে তথা অহঙ্কার তবে কেন?

এ হেতু মিনতি করি, অভিমান পরিহরি,

সদা প্রেমময়ে স্মরি,সফল কর জীবন।"


                          ---কবিরত্ন ঈশ্বর গুরুনাথ।

ধন,জন, যৌবন থাকলে অভিমান হয়, আমার আছে, আমার অনেক আছে। এরকম অহঙ্কার থাকলেই অভিমান হয়। প্রেমের বৈশিষ্ট্য যৌবন কালে ত্যাগের মাধ্যমে যৌবন উপভোগ করতে পারা এর বিপরীতে ভোগী হয়ে থেকে যেতে হয়।প্রেম যৌবনে বার্ধক্য এবং বার্ধক্যে তারুণ্য সম্পাদন করে। যেখানে স্বার্থ আছে সেখানে অভিযান হয়। ভালোবাসায় স্বার্থ থাকে না লাভ লস দেখে না। অভিমানে স্বার্থপরতা থাকে যাকে না।যেটা ছাড়তে পারলে নিঃশ্বার্থতা অর্থাৎ ভালোবাসায় রূপান্তরিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ