তোমরা গুণের রঙে রঙিন হতে চাও?


 

তোমরা গুণের রঙে রঙিন হতে চাও ? এসো তবে। নয়ন ভরা জল আর আঁচল ভরা ফুল নিয়ে জন্ম জন্ম ধরে তোমাদের সাঁজাবে বলে নিজে সুন্দর হয়েছেন। কেন বঞ্চিত করছ নিজেদের? কি পাওয়ার আশায় করছ ? সেই পাওয়া কি এই পাওয়ার থেকেও বেশি কিছু ? অবশ্যই না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ