গুরু দক্ষিণা।


 আমরা যখন জন্মগ্রহণ করি,বাবা অথবা মা কি কখনো আমাদের থেকে টাকা পয়সা নেন ? অবশ্যই না। দীক্ষা একটি পরম জন্ম।এই জন্মে পিতা গুরু,মাতা বাহ্য জগতের অভিজ্ঞতা। নিজের কৃত পাপের কথা গুরুকে দক্ষীণা স্বরূপ দেওয়া যায়।অভেদ জ্ঞান পূর্বক জন্ম জন্মান্তরের পাপ গুরু নিজগুণে গ্রহন করেন (সত্য ধর্ম্মের গুরু)। সত্য ধর্ম্মে ব্রহ্মদর্শী আদীষ্ট বিনা গুরু হতে পারেন না,বহু গুণাবলী এবং সিদ্ধি তাঁকে অর্জন করতে হয়,আমি চারপাশের গুরুদের কথা বলছি না। সত্য ধর্ম্মের গুরু কেবল শিষ্যের সার্বিক উন্নতির সহায়ক।


গুরু আমাদের একাধারে বাবা, আবার মা।কেবল এই জন্মে না,,,জন্মজন্মান্তরের জন্য নিজ গুণে তিঁনি এই দায়ভার গ্রহণ করেন দীক্ষা রূপ পরম জন্ম দান এর মাধ্যমে। আমাদের যত পাপ, দোষ, খারাপ অভ্যাস গুরুকে দক্ষিণা হিসেবে দেওয়া যায়,যা তিঁনি রত্ন করে ফিরিয়ে দেওয়ার জন্য সদা সচেষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ