১২৬ তম মধূৎসবের শুভ উদ্বোধন।




তোমরা গুণের রঙে রঙিন হতে চাও ? এসো তবে। নয়ন ভরা জল আর আঁচল ভরা ফুল নিয়ে জন্ম জন্ম ধরে তোমাদের সাঁজাবে বলে নিজে সুন্দর হয়েছেন। কেন বঞ্চিত করছ নিজেদের? কি পাওয়ার আশায় করছ ? সেই পাওয়া কি এই পাওয়ার থেকেও বেশি কিছু ? অবশ্যই না।

অনুক্রম।
 

সকালের গুরু পূজা।


সান্ধ্যকালীন উপাসনা।


নৈশ উপাসনা।


শ্রেষ্ঠতাসূচক সঙ্গীত ৭ মিনিট


নির্ব্বেদ-জনক সঙ্গীত :৭ মিনিট


মনের প্রতি :৭ মিনিট


জনের প্রতি :৯ মিনিট


গুনকীর্ত্তণ :১:৩০মিনিট


স্বীয় পাপের উল্লেখ :৭ মিনিট


পাপ মুক্তিএবং গুণের জন্য প্রার্থনা :২০ মিনিট


ধ্যান :১০ মিনিট


কৃপাময় ও আনন্দময় স্তব :১০মিনিট


ধন্যবাদ ও প্রণাম :১৩ মিনিট


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ