বিশ্বাস। Believe


 

সিদ্ধি ত্যাগে তত্ত্বজ্ঞান জন্মে। সত্যধর্ম্ম বইয়ে পঞ্চম পরিচ্ছেদে সিদ্ধি বিবরণী তে লিপিবদ্ধ আছে। কি করতে চাইছেন কি ? আত্মন্নতি বলতে কি বোঝেন? উপাস্যকে আত্মার আভরণ করবেন এটা করাকেই উপাসনা বলা হয় তাই তো ? যদি পরমপিতা অর্থাৎ নিরাকার গুণকে আত্মার আভরণ করতে চান তাহলে পরমপিতার একমাত্র অভিপ্রেত নিয়ম যা সত্যধর্ম্ম বইয়ে প্রকাশিত রয়েছে সেই নিয়ম অনুযায়ী করবেন তো ? নিজে নিজে নিয়ম তো তৈরি করা যায় না এবং যিনি সত্যধর্ম্মের আবিষ্কারক সেই ঈশ্বর গুরুনাথ এর লেখনী অক্ষরে অক্ষরে পালন করতে হবে তো। গুরুদেবের ওপর মাতব্বরি করা যায়??? এত বছর ধরে আপনারা এই অন্যায় করে চলেছেন।এতটা অজ্ঞানতা যে এতভাবে বলার পরেও মুল নিয়মকে অগ্রাহ্য করছেন। এর ফলে কতগুলো মিথ্যাচার,সবাই সত্য থেকে বঞ্চিত হয়েছে তারজন্য আপনার কোন আত্মগ্লানি হচ্ছে ? হওয়া তো উচিৎ। নিজে পারব না, কাউকে পারতেও দেব না। বিষয় টা এরকম হয়ে গেল তো। সামনের প্রজন্ম যারা পড়াশোনা করে জানবে,তারা ছেড়ে কথা বলবে না।আপনারা যারা সত্যধর্ম্মের নিয়মকে অগ্রাহ্য করছেন তারা থেকে গেলেন এই সময়ের ইতিহাসে। সবার ব্যক্তি স্বতন্ত্রতা আছে তাই সেই‌ বীজের সবার আত্মার উন্নতি। কারোর মানা না মানায় সত্যের কিছু যায় আসে না।সত্যই মনুষ্যত্বের পরিচয় বহন করে এর বিপরীতে নরকগামী হতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ