সত্যধর্ম্মের প্রচার। Revelation of Truth.


 মহাত্মা নিবারণ ব্রহ্মদর্শন করেছেন, গুরুদেব তাঁকে প্রবর্তক করে গেছেন।তাঁকে প্রকৃত সত্য প্রতিষ্ঠা করতে দেয়নি তাঁর সমসাময়িক মূর্খ পন্ডিতগণ। তারপর থেকে এখন পর্যন্ত সত্য ধর্ম্মের মধ্যে সত্যের বিপরীতে যে যে অরাজকতা হয়েছে, এখনও হচ্ছে। বর্তমান আদীষ্ট সাধক সেই মিথ্যাচার গুলি দক্ষতার সহিত বন্ধ করছেন,বহু মূল্যবান তথ্য আবিষ্কার করেছেন যা সত্য ধর্ম্মে নবজাগরণ এনে দিয়েছে নইলে এই মহান ধর্ম্ম বিলুপ্ত হয়ে যেতো। অজ্ঞানতা পাপের কারণ। ভিডিওটিতে যথার্থ বলা হয়েছে। নিজেদের অন্তরে সত্য প্রতিষ্ঠা না হলে সত্য ধর্ম্মের প্রচার সম্ভব না। আমাদের প্রবর্তক গুরু সেটা প্রমাণ করে দিয়েছেন। সত্য একদিন সবার মানতেই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ