নারী জাতির আশু উন্নতি,আশু অবনতি।


 কিছু বিশেষ গুণাবলী পুরুষের সাধনা দ্বারা অভ্যাস করতে হয় আর নারীগণ পরমেশ্বর এঁর সৃষ্টির নিয়মে সেগুলো নিয়েই জন্মগ্রহণ করে। কোমল গুণের অধিকারী হওয়ার উন্নতি এবং অবনতিও দ্রুত হয়। আমার প্রবর্তক গুরু না জানালে এমন মূল্যবান তত্ব এ জীবনে অজানা থেকে যেত। নিজেকে নিজে সম্মান না করতে পারলে অপরের কাছ থেকে আশা করা নিরর্থক। নারী হোক বা পুরুষ আগে নিজেকে ভালোবাসতে শিখতে হয় তবে অনায়াসে সকলকে আপন করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ