সবার ওপর মানুষ সত্য তাহার উপরে নাই।Truth make us human.


 

সৃষ্টিকর্তা আমাদের মানুষের আকৃতি তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন মনুষ্যত্ব অর্জন করার জন্য। সত্য মানবতার পরিচয় বহন করে,সংখ্যাধিক ব্যক্তি সেই সত্যের সন্ধান থেকে বঞ্চিত।যে পথ দেখাতে পারে কিভাবে মানুষ হতে হয়।সেই পথের নাম সত্য ধর্ম্ম।আর যারা এই সুমহান ধর্মের আদর্শকে নিজেদের স্বার্থে বিকৃত করছে তারা তো নরকের কীট। ঈশ্বর গুরুনাথ এঁর যন্ত্রনার কারন তারা। আমারা কেউ ভালো নই,ভালো হতে এসেছি। সাধনা, উপাসনা দ্বারা গুণের অভ্যাস করে গুণী হওয়াই মানব জন্মের সার্থকতা।

সত্য গুণের ধ্যান:


সত্য কঠোর গুণ। সত্যই সুন্দর, সত্যের প্রকাশ কল্পনাকে বাস্তবায়ন করে। সত্যই প্রেমকে মধুর রূপ প্রদান করে। সত্য প্রকৃত মানবতার পরিচয় বহন করে। সত্য জীবনে শান্তি ছায়া প্রদান করে। সত্য বিকাশে দিশারী ও চরিত্র গঠনের পাথেয়। সত্যই আলোর উৎস প্রদান করে। সত্য জ্ঞানকে পবিত্র করিয়াই আবিষ্কারের মাধ্যমে নতুন রূপ প্রদান করে। সত্য জীবন দানে সহায়ক এবং মনে শক্তি ও গতি প্রদান করে। সত্য হইতে শ্রেষ্ঠ নাই, আর সত্যের তুল্যও নাই, সেই পথের নাম সত্য-ধৰ্ম্ম। আত্মার সত্য-স্বার্থ এই মূল মন্ত্রের প্রয়োজন। সত্য অবিচলে যে কষ্ট, তাহা আত্মতৃপ্তি প্রদান করে। পার্থিব স্বার্থে মনের সুখ কিন্তু সত্য-স্বার্থে আত্মার সুখ যা চিরস্থায়ী। সত্য পথে চলা সকলার প্রধান উপকরণ হওয়া প্রয়োজন এবং নিজের জীবনে সত্য প্রতিষ্ঠা হইলে, প্রকৃত অমৃত তৃপ্তি প্রাপ্তি ঘটিয়া থাকে।


                                     -আদিষ্ট নিরুপম।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ