আত্মো ক্ষুধায় লালায়িত সৎসতীগণে সাদরে আমন্ত্রণ জানাই আসুন আমরা দোল পূর্ণিমায় মাতি। দোল কথার প্রকৃতার্থে সমর্পিত হই, বাংলায় "দোল" যেমন 'দো' অর্থ 'দোহন' করা 'আহুতি' দেওয়া আর 'ল' অর্থ 'দান' অর্থাৎ 'সমর্পিত' করা । হিন্দিতে "হোলী" যেমন 'হো' কথার অর্থ 'হোম' বা 'আহুতি' আর 'লী' কথার অর্থ 'সমর্পণ' হওয়া। পরমপিতার উপাসনায় উদয়-অস্ত মানস জপে মাতিব।
কারো ইচ্ছা থাকলে 13 তারিখ বিকেল বা রাতের মধ্যে পৌঁছালে এই অনুষ্ঠান করতে পারবে।
0 মন্তব্যসমূহ