সত্য গুণের ধ্যান:
সত্য কঠোর গুণ। সত্যই সুন্দর, সত্যের প্রকাশ কল্পনাকে বাস্তবায়ন করে। সত্যই প্রেমকে মধুর রূপ প্রদান করে। সত্য প্রকৃত মানবতার পরিচয় বহন করে। সত্য জীবনে শান্তি ছায়া প্রদান করে। সত্য বিকাশে দিশারী ও চরিত্র গঠনের পাথেয়। সত্যই আলোর উৎস প্রদান করে। সত্য জ্ঞানকে পবিত্র করিয়াই আবিষ্কারের মাধ্যমে নতুন রূপ প্রদান করে। সত্য জীবন দানে সহায়ক এবং মনে শক্তি ও গতি প্রদান করে। সত্য হইতে শ্রেষ্ঠ নাই, আর সত্যের তুল্যও নাই, সেই পথের নাম সত্য-ধৰ্ম্ম। আত্মার সত্য-স্বার্থ এই মূল মন্ত্রের প্রয়োজন। সত্য অবিচলে যে কষ্ট, তাহা আত্মতৃপ্তি প্রদান করে। পার্থিব স্বার্থে মনের সুখ কিন্তু সত্য-স্বার্থে আত্মার সুখ যা চিরস্থায়ী। সত্য পথে চলা সকলার প্রধান উপকরণ হওয়া প্রয়োজন এবং নিজের জীবনে সত্য প্রতিষ্ঠা হইলে, প্রকৃত অমৃত তৃপ্তি প্রাপ্তি ঘটিয়া থাকে।
-আদিষ্ট নিরুপম।
সত্যের প্রকাশ কল্পনাকে বাস্তবায়ন করে। দেবদেবীর অস্তিত্ব, তাদের সাধন জীবন,অর্জিত গুণাবলী সবই সত্য,তবে তাদের মধ্যে বেশিরভাগ ছবিই ক্যামেরায় তোলা না, সত্য নিষ্ঠা নিয়েই ওই সকল দেবদেবী দেবত্ব অর্জন করেছেন। তাহলে কিভাবে তারা মিথ্যাচার কে আশ্রয় করে ওই বিকৃত মূর্তি গুলোতে প্রবেশ করবেন! আমরা তো অধমের ও অধম তাই অন্যের ছবিকে নিজের বলে মানতে পারবো না। অজুহাত দেখিয়ে ধর্ম্ম হয় না।ধর্ম্ম বিজ্ঞানসম্মত।গল্প কথায় যারা মনকে মিথ্যা শান্তনা দেয় তারা সত্য কে ভয় পায়, মিথ্যাচার এ তাদের হৃদয় কানায় কানায় পূর্ণ। সত্য তাদের কাছে যন্ত্রনার বিষয়। সত্য অপরিবর্তনশীল।ছিলো আছে এবং থাকবে। তাই সত্যকে অবলম্বন না করতে পারলে তার মুক্তি অসম্ভব।
0 মন্তব্যসমূহ