https://www.facebook.com/share/p/14ZpPyuGNG/ গুরুদেবের জয়গান অর্থাৎ তার সিদ্ধির কারণে যে শক্তি এবং তারফলে তিনি যেভাবে আমাদের কৃপা করেন। আমাদের কৃপা লিপি থেকে তার সত্যতা জানার অনুরোধ রইল। সবকিছু প্রকাশ্যে চোখের সামনে তাই এই অমূল্য রত্ন থেকে আমরা যাতে বঞ্চিত না হই।
জয় জয় গুরুনাথ,গুরু কৃপাহি কেবলম"--- এই কথাগুলো চারপাশে এতবছর ধরে কেবল দেখেই যাচ্ছি। সত্যনিষ্ঠ না হলে যে সিদ্ধি হয় না। সত্য ধর্ম্ম যে কাল্পনিক গল্পকথা না, সত্যধর্ম্ম যে বিজ্ঞানসম্মত, গুণের অভ্যাস দ্বারা সাধনার ফলে যে সিদ্ধি হয়। প্রমাণ ছাড়া যে একটা কথাও সত্যধর্ম্মে বলা যায় না এই বিষয়গুলো কারোর বোধগম্য হচ্ছে না জ্ঞানের অভাবে।তাই ধন্যবাদ পাওয়ার আশায় নয়,বইটি পড়ে যাতে এ বিষয়ে আরও জীজ্ঞাসা থাকে, সত্যকে আরও জানার আগ্রহ হয়, চারপাশে প্রচলিত ভ্রান্ত ধারনার খন্ডন হয় এই আশা রাখি।
মিথ্যাচার, ভন্ডামি করে নিজেদের আধিপত্য ফলিয়ে বেশিদূর টিকে থাকা যায় না কারন সামনের প্রজন্ম তাদের ছেড়ে কথা বলবে না। এতই যখন ঠিক তাহলে সিদ্ধি দেখাক। যারা নিজেদের সত্যধর্ম্মী মনে করে সকলকে আহ্বান জানাই। সত্যধারনে এত অবহেলা কেন !
কেন কেউ এগিয়ে এসে বলছে না যে আমাদের এরকম গুরু কৃপা চাই, গুরুদেবের দর্শন চাই, আমাদের আত্মোন্নতি চাই ? কেন বলছে না ? তাদের যদি এই বাসনা না থাকে তাহলে তারা কেমন সত্যধর্ম্ম অবলম্বি? তাদের কেমন গুরু ভক্তি???
---গুরুদেবের অধম সন্তান বনানী।
0 মন্তব্যসমূহ