সত্যধর্ম্মের তথ্য। Information about Satyadharmma.


 

তথাকথিত অসম্পূর্ণ সত্যধর্ম্মাবলম্বী যারা তারা কি অজ্ঞানতার অন্ধকারেই থাকবে? তারা অন্যায় পরম্পরার দোহাই দিয়ে কতদিন চলবে? সত্যধর্ম্মের নিয়ম মেনে চলে না। গুরুবাক্য পালন করে না। এরা কি দৃশ্য মনোবৃত্তির মানুষ? মিথ্যাকে অবলম্বন করে সত্যধর্ম্মের কথা বলে। এগুলো কপটতা দ্বিচারিতা নিম্ন মনোবৃত্তির কার্য্য করে যাচ্ছে দিনের পর দিন। বইয়ের প্রতিটা লাইন তুলে ধরা হচ্ছে তবুও এদের চেতনা ফেরেনা। গুরুদেব লিখেছে তোমরা সত্য স্বরূপের সন্তান সত্য অবলম্বনে জীবন যাপন করো। প্রাণান্তেও মিথ্যা কথা বলিবে না। কতদিন এই মিথ্যাচার চলবে?
গুরুদেব স্বশরীরে যখন ছিলেন তখন তিনি বসতেন আর তার দিকে মুখ করে সবাইকি উপাসনা করেছেন বা উৎসব করেছেন??? নিশ্চয়ই না তাহলে আজ কেন??? গুরুদেব কয়েকটি উৎসব করতে পারেননি, তার জন্য সবাইকে উৎসবগুলো করতে বলেছিলেন। তখন তারা কিভাবে উপাসনা করেছিল বা উৎসব পরিচালনা করেছিল??? এই অজ্ঞানতার পরিচয় গুরুদেব চলে যাওয়ার পর থেকে কেন শুরু হল??? যারা প্রকৃতভাবে গুরুদেবের কথা শুনে চলেছে তারা একত্ব লাভ করেছিল এটা সত্য। পরবর্তীতে মহাত্মা নিবারণ মাতাজীর কাছে কেউ সমদর্শন এ সিদ্ধিলাভ করতে পারেননি তাই তিনি বলতে বাধ্য হয়েছিলেন "আমার খেতে ভালো ফসল হয়নি"। ওনাকে এইরূপ বাক্য বলতে হল কেন??? সত্যধর্ম্ম প্রকৃতভাবে প্রচার হলে আজ যে অরাজকতা শুরু হয়েছে এর সম্মুখীন হতে হতো না। যে যে অন্তরায় দেখা দিয়েছে তা সত্য ধর্ম্মের নিয়মের বাইরে। মহাত্মা নিবারণ মাতাজীর দোহাই দেওয়া হয়, তিনি এগুলো পরিচালনা করেছেন এটা অথৈব মিথ্যা ইতিহাস পড়ে দেখতে বলছি। মহাত্মা নিবারণের আত্ম স্মৃতি পড়ে দেখতে বলছি তাকে যে কিছু কাজ করতে দেওয়া হয়নি তা পরিষ্কার। সুতরাং পরম্পরার নামে কতদিন মিথ্যার আশ্রয়ে সত্য ধর্ম্মকে কলুষিত করতে থাকবে?



                                               --- আদিষ্ট নিরুপম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ