১২৬ তম শিশিরোৎসবের প্রীতি শুভেচ্ছা।


 

গুণ বিন্দু প্রস্রবণে ধন্য হলো সত্য ধরা। ১২৬ তম শিশিরোৎসব চির স্মরণীয় হয়ে থাকবে। মানব জন্মের মূল উদ্দেশ্য গুণ সাধন, এই উৎসব তার জ্বলন্ত উদাহরণ বহন করবে। গুরুদেবের অসীম করুণা বর্ষিত হয়েছে। গুরুবাক্য ও সত্যধর্ম্মের নিয়মে নিষ্ঠা একমাত্র অবলম্বনের উদাহরণ হয়ে থাকবে।

বিশেষ দ্রষ্টব্য: ধন্য আমাদের প্রবর্ত্তক গুরু, বর্তমান আদিষ্ট সাধক, ধন্য তোমার আবির্ভাব।২০১১ সালে সত্যগুণে তিনি পরমপিতার দর্শন লাভ করেছেন। সত্য গুণে একত্ব না পেলে সত্যধর্ম্মে আদিষ্ট হওয়া যায় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ