আজ ২০ শে অক্টোবর সত্যধর্ম্মের প্রকাশ দিবস।



আমরা কতটা কামুক, কতটা ক্রোধিত, কতটা লোভি, কতটা পরশ্রীকাতর, কতটা স্বার্থপর,কতটা কেমন তা জানার সুদিন এসেছে। এসব পাশবিক প্রবৃত্তি থেকে মুক্তি পাওয়াই মানব জন্মের সার্থকতা।সেই উদ্দেশ্যে পরমপিতার একমাত্র অভিপ্রেত পথ ১৮৮৫ সালে ২০ শে অক্টোবর প্রকাশিত হয়েছিল। পরমপিতা করুণাময়,তিঁনি মঙ্গলময় বলেই সত্যধর্ম্মের আবির্ভাব হয়েছে; কোটি কোটি মানুষের উদ্ধারের পথ আজ আবিষ্কার হল। ঈশ্বর গুরুনাথ যিঁনি এই পথে আবিষ্কারক তাঁর জন্মজন্মারের সাধনার ফলে, পারলৌকিক মহাত্মাগণের সহায়তায় আমরা এই পথের সন্ধান পেয়েছি।সেই অশেষ গুণভূষিত মহাত্মা ঈশ্বর গুরুনাথকে প্রণাম জানাই।আমরা ওই চরণের যোগ্য নই তবুও তিঁনি আমাদের মত পাপী তাপীদের স্নেহ কোলে ধারন করেছেন এবং উপাসনা সাধনা দ্বারা দোষকে বর্জন করে গুণানুশীলনের মাধ্যমে উদ্ধারে দায়ভার গ্রহণ করেছেন।🙏

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ