"বিশ্ব ভরি মিশ্র খেলা মঙ্গল গুণেতে তাঁর,
সকলই তৃপ্ত মেলা মঙ্গল কার্য্যেতে সার।
অনন্ত এ সরোবর মঙ্গল রূপেতে যাঁর,
অরূপের মাঝে দৃপ্ত প্রকাশ মাঝার।
মঙ্গল গুণের মাঝে শ্রেষ্ঠ রত্ন ভক্তি,
আত্মোপূর্ণ সমর্পণে ভক্তের শক্তি।
পূর্ণলব্ধ সুশীতল মঙ্গলে বিভূতি,
আনন্দে মগ্নরত সমুজ্জ্বলে মুক্তি।
দুঃখ নাশিবারে সদা মঙ্গল হেরে,
চঞ্চল বেদনা আর না রহে আঁধারে।
সুখ পূর্ণ সঞ্চিত গুণমুগ্ধ ধরে,
অনন্ত বিষনাশী মঙ্গল গুণেতে পারে।
অমঙ্গলের মাঝে সুপ্ত মঙ্গল মনিহার,
পূর্ব্বে নাহি দীপ্ত সদা প্রকাশ মাঝার।
গুণী জ্ঞানী নিরিক্ষণ,স্বল্পেতে উদ্ধার,
আত্মোলভি মহাত্মা পূর্ব্বে যা নিহার"।
--- আদিষ্ট নিরুপম।
0 মন্তব্যসমূহ