সত্যধর্ম্মে‌ সাকার উপাসনা নেই।


 গুরুদেব সাকার এই বোধ পর্য্যন্ত নেই। উপাসনা গুণের জন্য করতে হয়। গুণ নিরাকার, সেই গুণ অর্জনের জন্য উপাসনা করতে হয়। সত্যধর্ম্মে সাকার উপাসনা নাই, এই সত্য পালন হয়নি গুরুদেব ইহলোক ত্যাগ করার পর থেকে‌। তাই তারপর থেকে একজনও উন্নতি অর্থাৎ একত্ত্ব লাভ করতে পারেনি। আর পারবে কি করে মূল সূত্র থেকে সরে গেলে উন্নতি হবে কি করে? এতদিন পাপের মাত্রা বেড়ে বিশাল আকার ধারণ করেছে। গুরুদেব বলেছেন "গুরু পূজা সূক্ষ্ম ভাবেই প্রধান" এইরূপ গুরু পূজায় গুরুদেবের ছবি পর্য্যন্ত রাখা যায় না। গুরু পূজা সূক্ষ্ম ভাবেই প্রধান যদি হয় তাহলে পরমপিতার উপাসনায় গুরুদেবকেও সূক্ষ্ম ভাবেই ডাকতে হবে এই জ্ঞানটুকু হয়নি এতদিনে। এতদিন ধরে উপাসনার নামে দিনেরপরদিন পাপের বোঝা বাড়িয়ে গেছে। স্বল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করার পরেও উন্নতি সম্ভব গুরুদেবের এই কথা কি মিথ্যা? পাপের কাজ করলে কি করে উন্নতি হবে? তাই এতদিন উন্নতির সম্ভব হয়নি। সত্যধর্ম্মে নামে যারা যারা এই নিকৃষ্টতম কাজ করেছে তারা নরকে আছে। সবাইকে অনুরোধ করছি পরম পিতার উপাসনায় গুরুদেবের ছবি ও অন্যান্য ছবি না রেখে গভীরভাবে উপাসনা প্রণালী অনুরূপ উপাসনা করুন। 


বিঃ দ্রঃ যেখানে উপাসনা ও উৎসবে গুরুদেবের ছবি এবং অন্যান্য ছবি থাকে সেখানে না গিয়ে বাড়িতে বসে উপাসনা করুন, এতে ঐ ঘোরতর পাপ হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ