সাকারবাদে আসক্ত কারা ?


 যারা নিরাকার বোঝে না, পার্থিব আসক্তিতে আবদ্ধ, আমিত্ব বোধ, কল্পনা অর্থাৎ মিথ্যা সেই মিথ্যাকে আঁকড়ে ধরে রাখে, কল্পনাকে ধর্ম্ম বলে মানে, দেবদেবী বাস্তব না তাঁরা কল্পনাতেই হয় এমন ভুল ধারণায় আচ্ছন্ন।কল্পিত মূর্ত্তিতে আসক্তি, নিজেকে বা ঐ মূর্তিকে পরমেশ্বর ভগবান বলে মানে, যারা গুরুকে পরমেশ্বর আসনে বসায় তারা সবাই সাকার বাদে আসক্ত। যারা ভাবে উন্নতি কেবল কল্পনাতে সম্ভব বাস্তবে সম্ভব নয়, তারাই গুরুদেবের ছবি রেখে পরমপিতার উপাসনা করে, মানে সাকার বাদে আসক্ত। পরম পিতা নিরাকার এটা যারা বোঝেনি তারাই সাকার বাদে পরিপূর্ণ। এই বিশুদ্ধ ধর্মের মতে সাকার উপাসনা নাই। এই সহজ লেখা তারা বোঝেনি এতদিনে। উপাসনায় গুরুদেবের ছবি রেখে উপাসনা করলে তারা নরকে যাবে কেননা তারা সাকার বাদে আসক্ত। সাকারে আসক্ত ধর্ম্মে যারা তারা অশুদ্ধ, অপবিত্র ও নিকৃষ্ট। সুতরাং বিশুদ্ধ ভাবে উপাসনা করতে হবে যেখানে গুরুদেব ও অন্যান্য ছবি রাখা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ