গুরুপূজায় মনেরপ্রতি সঙ্গীত।

 



অর্থ= গুরুকে হৃদয় আসনে রাখতে বলেছেন গুরুদেব। গুরু ভক্তি পার করিলে প্রেমে (পরম পিতা) পরিনত হয়। গুরুধ্যানের প্রভাবে ঈশ্বর ধ্যানে সমর্থ হও গুরুদেবের কথা। গুরু পূজায় মনকে বলছি কেনরে ভোল প্রাণ নাথে? অর্থাৎ গুরু আমার প্রাণনাথ কেননা তাকে ছেড়ে পরমকে পাওয়া যাবে না। যিনি দিবানিশি সুখে দুঃখে থাকেন তোমার সাথে সাথে অর্থাৎ গুরু দিবা রাত্র আমার সুখ ও দুঃখের জন্য প্রতি মূহুর্তে সঙ্গে থাকবেন ।ইহলোক ও পরলোকের জন্য (সাথে সাথে)। গুরু বলে গুরু বলে রাখ তাঁরে সদা হৃদে তবে, রবে না বিষম জ্বালা সংসারের ভীমাঘাতে।। অর্থাৎ গুরুদেব* বলছে (প্রথম গুরু গুরুদেব)প্রতিমুহুর্তে বীজ মন্ত্র (বীজ মন্ত্র অক্ষর গুরু) জপ করে হৃদয়ে রাখ। তাহলে সংসারের বড় আঘাত ও তার  প্রবল যন্ত্রণা থাকবে না। গুরুকে সংসারের সার করতে হয় না হলে পরমকে পাওয়া অসাধ্য।


                     ব্যাখ্যা -আদিষ্ট নিরুপম।


*  এতকাল পরমপিতার উপাসনার সময় মনের প্রতি এই গানটি ব্যাবহৃত হয়েছে,যা ঠিক হয়নি কারন উপাসনার সময় গুরুকে চিন্তা করা যায় না। গুরু সাকার, পরমপিতা নিরাকার। পরমপিতার উপাসনায় গুরুকে স্মরণ করলে পরমপিতা থেকে বিচ্যুত হয় তাতে একাগ্রতা ভঙ্গ হয়।

‌।‍

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ