১৭৬ তম জন্মোৎসব ২০২৩.

 



অনুক্রম।


সকলের গুরুপূজা।


সকালের উপাসনা।


দুপুরের উপাসনা।


সান্ধ্য উপাসনা।


নৈশ উপাসনা।


সকলকে সাদরে আহ্বান জানাই ১৭৬তম জন্মোৎসব অনুষ্ঠিত হইবে। আজ শুভ প্রথমদিন। আমাদের উৎসবে প্রতিদিন তিনঘন্টা করিয়া চারটি উপাসনা এবং ত্রিসন্ধ্যা গুরু পূজা হইয়া থাকে। আমাদের প্রতিটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হইয়া থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ