এসেছে সত্য প্রেম তরণে।


 সত্যধর্ম্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীতে সত্যধর্ম্মকে তরণী অর্থাৎ নৌকার সাথে তুলনা করা হয়েছে। সত্য রূপ সাগরে প্রেমে পূর্ণ এই তরণী আমাদের পৌঁছে দেবে অমৃতলোকে,মুক্তির পথে।অমৃত লোক যেখানে মৃত্যুভয় থাকে না,সদা উজ্জীবিত,সদা জাগ্রত।এই নৌকার পাল ভালোবাসা যা প্রেমের অঙ্কুর এবং পরিণত পর্যায় প্রেমময়ী অবস্থা।এখানে অনন্ত আনন্দে ভেসে থাকা যায় যখন সাধক সাধিকা নিত্য পরমপিতার দর্শন লাভ করেন।এই স্তরে গুণকে আত্মায় শোভিত করার যে অফুরন্ত সীমাহীন সুখ;যত পায় আরো তত পাওয়ার জন্য বাসনা ক্রমশ বৃদ্ধি পায়।সুখের বসন্তে অনবরত গুণমধু আস্বাদন করা যায়।অনন্তভাবে পরমপিতার দর্শন লাভ করলে নিরন্তর খুশী থাকা যায়;নিরাশা হীনমন্যতা তার মধ্যে স্থান পায় না। সৃষ্টিকর্তা যে সদা মঙ্গলময় এই চেতনা জাগ্রত হয়।অনন্ত অভেদ ধন প্রাপ্ত হলে গুণের প্রস্রবনে সিক্ত হওয়া যায়। পরমপিতার গুণের সাথে মিলিত হতে পারলে তার অনন্ত গুণময় অবস্থায় আত্মা মোহিত থাকে।তাঁর অপূর্ব গুণরাশী ভাষায় ব্যাক্ত করা যায় না।প্রেমের ধ্যানে সদা মগ্ন থাকা মহাত্মা পূর্ণভাবে আত্মতৃপ্তি লাভ করেন।এই অমৃতলোকে পৌঁছে দেওয়ার তরণী এসেছে যদি যেতে চাও বিলম্ব না করে এগিয়ে এসো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ