গুরুদেব একা আমাকে দীক্ষারূপ পরমজন্ম অর্থাৎ সূক্ষ্ম জন্ম দেয়নি তাহলে গুরুপূজায় একক ভাবে গুরুদেবকে ডাকলে গুরুপূজা সফল হতে পারে না, তাই ডাকতে হয় দুজনকেই। একজন পিতা গুরুদেব ও মাতা গুরুদেবী। এখানে মাতা ও পিতা কে জেনে নিন।
"গুরুদেব দয়া কর, এই দীন হীন জনে।
দেখা দেও যুগলরূপে, মিলে গুরুদেবী সনে!" অর্থাৎ "দীক্ষা একটী পরমজন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহ্য জগতের অভিজ্ঞতা (বিশিষ্ট জ্ঞান)"। গুরুদেব তুমি দয়া করে আমাদের মত গুণে দরিদ্র (দীন) ও পাপিতাপি নিচুদের (হীন) দেখা দেও তোমরা দুজনে মিলে, তুমি ও মাতা বাহ্য জগতের অভিজ্ঞতাকে (বিশিষ্ট জ্ঞান) সঙ্গে নিয়ে।
"মিলিত যুগলরূপ, যাহা ভবে অপরূপ,
সে রূপের তুলনা রূপ, নাহি এই ভবধামে।" অর্থাৎ তোমরা যুগলরূপ শ্রদ্ধারূপ প্রেমে আবদ্ধ, যার তুলনা সৃষ্টিতে রূপাতিত সে রূপের রূপ তুলনা এই পৃথিবীতে দেখাতে পারব না।
"শক্তি সনে শক্ত জনে, হেরিলে এই নয়নে, সার্থক হ'বে জীবনে, ডাকি তোমায় ইহা জেনে।।" অর্থাৎ হে প্রেমিকযুগল তোমাদের শ্রদ্ধারূপ প্রেম শক্তি দ্বারা আমাদের মত শক্ত যেমন প্রেমহীন শক্ত পাথরদের একবার দেখলে এ মানব জন্ম সার্থক হবেই। তোমায়* ডেকেছি শ্রদ্ধারূপ প্রেম আছে জেনেই।
* 'তোমায়' বলা হয়েছে তোমরা বলা হয়নি কারণ একমাত্র শ্রদ্ধারূপ অপরূপ অভেদ আছেন অর্থাৎ দুজনায় ভেদ নাই তাই এক।
ব্যাখ্যা - আদিষ্ট নিরূপম।
বিঃদ্রঃ গুরুপূজায় গুরু আহ্বান এই গানটি এতদিন পরম পিতার উপাসনায় ব্যবহার করেছে এটা ঠিক হয়নি। পরমপিতা নিরাকার সুতরাং পার্থিব বিষয় থাকবে না আর এখানে গুরু পূজা পার্থিব। গুরু পার্থিব ও বিশেষ জ্ঞান তা স্থূলের সূক্ষ্ম যা পার্থিব। বিশেষ জ্ঞান অর্জন হয় পার্থিব বিষয় থেকে। সুতরাং বুঝে নিতে হবে অজ্ঞানতা পাপের কারণ। গুরুদেবী বলতে আবার ভেবেছে মা আদরমণী দেবীকে, এতেও ঘোরতর পাপ হয়েছে এতদিন ধরে।
0 মন্তব্যসমূহ