***"সত্যধর্ম্মের দৈনিক উপাসনা প্রণালী অবগত হইলেই যে সম্পূর্ণরূপে সত্যধর্ম্মাবলম্বী হইল,এমত নহে। সত্যধর্ম্মাবলম্বী হইতে হইলে এই ধর্ম্মে দীক্ষিত হওয়া আবশ্যক।দীক্ষিত বা ঈশ্বরপথাবলম্বী হইবার প্রয়োজন এই যে,স্বশক্তিতে কেহ কোনও বিষয় জানিতে পারে না,সকল বিষয়েই পরিচালনার্থ বা শিক্ষাদানার্থ এক এক জন গুরুর প্রয়োজন। অতএব দীক্ষাগ্রহণ অবশ্য কর্তব্য কর্ম্ম।এবিষয়ে সবিশেষ বিবরণ গুরুতত্ত্বে দেখ।"***
( সত্যধর্ম্ম বই)
0 মন্তব্যসমূহ