সৃষ্টি -স্থিতি-লয় কর্তা।


সত্য ধর্ম্মের মূল কার্য সর্বশক্তিমান মঙ্গলময় জগদীশ্বর এর উপাসনা করা। সৃষ্টি সর্বশক্তিমান,স্থিতি মঙ্গলময়।সৃষ্টি-স্থিতি-লয় কর্ত্তা অনন্ত অনন্ত অনন্ত গুণময় পরমেশ্বর তিনি নিরাকার। 
'সৃষ্টি' সত্য স্বরূপ,'স্থিতি' জ্ঞান স্বরূপ এবং 'লয়' আনন্দ স্বরূপ।সত্যকে অবলম্বন না করে কি জীব কি জড় কিছুরই সৃষ্টি সম্ভব না,এই সত্য গুণটি ঈশ্বর এরকম বহু বহু গুণ একত্রতি হয়ে পরমেশ্বর।এই সৃষ্টিকে জানতে পারার যে বিশেষ জ্ঞান সেটি প্রকৃত জ্ঞান। বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান। সত্য ধর্ম্ম যে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, সত্যতায় পরিপূর্ণ এটি তার প্রমাণ।লয় আনন্দ স্বরূপ কারন আমাদের মানব জন্মের উদ্দেশ্যই গুণ অর্জন করা সেভাবেই জীবনের সার্থকতা।পাপ নিয়ে এসে গুণের অভ্যাস দ্বারা গুণ অর্জন করে আবার পরমেশ্বর এঁর সহিত মিলিত হওয়ার অর্থ লয় এটি প্রেমের শৃঙ্খলে আবদ্ধ ‌। পরমেশ্বর এঁর অন্তর বহির্ব্যাপিনী সত্ত্বায় সম্পূর্ণ বিশ্বাস অর্থাৎ তিঁনি সর্বত্র বিরাজমান মূখ্য কর্তা,ধারক এবং বাহক।
সত্য ধর্ম্মে আদীষ্ট হতে জ্ঞান দ্বারা এই নিখিল ব্রহ্মান্ডকে প্লাবিত বিলকন করতে হয় । জ্ঞান এবং প্রেম ছাড়া ব্রহ্মদর্শন সম্ভব না।এটি নিশ্চিত যে তিঁনি সমাদৃত হবেন।ধর্ম্মের মূল উদ্দেশ্য যে পদ্ধতিতে গুণ অর্জন করা যায় সেই সুমহান সত্যের পথের পথপ্রদর্শক ঈশ্বর গুরুনাথ তাঁকে একদিন এই বিশ্ববাসী চিনবে। ঈশ্বর গুরুনাথ সত্য ধর্ম্মের আবিষ্কারক তাঁর গুণের কাছে যে সকল দেবদেবী নত,তাঁর আজ্ঞাবহ হয়ে থাকে এটি এর প্রমাণ।
অতীতে ভারতবর্ষে বেশ কয়েকজন মহাত্মা জন্মগ্রহণ করেছেন যারা পরমেশ্বর এঁর অস্তিত্ব আছে কিনা এই বিষয়ে প্রবল গবেষণা করেছেন, ভারতীয় ধর্ম্মকে গবেষণাগার বলা চলে,সকল ধর্ম্মকে মন্থন করে মূল সত্যকে গুরুদেব জানিয়েছেন।১৮৮৫ সালে ২০ শে অক্টোবর সত্য ধর্ম্মের আবিষ্কার সেই তুলনায় অন্যান্য বহু বছর ব্যাপি চলতে থাকা ধর্ম্মের । বর্তমান আদীষ্ট সাধক,আমাদের প্রবর্তক গুরু,,গুরু হওয়ার উপযুক্ত সমস্ত গুনাবলী থাকা শর্তেও গুরুকে সম্মুখে রেখে যিঁনি সত্যকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করছেন তাঁর অক্লান্ত পরিশ্রমে আজ ঈশ্বর গুরুনাথ কে জানতে পারছে।আগে প্রচার মাধ্যম এমন ছিলো না।
'হিন্দু' শব্দের ইতিহাস বিশদে জানলে নিজেদের আর হিন্দু বলে পরিচয় দিতে সংকোচ বোধ হয়। সিন্ধু সভ্যতার থেকেও প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ভারতবর্ষ ধর্ম্ম প্রধান দেশ তাই যুক্তি প্রমান সাপেক্ষে সঠিক পথ অনুসরণ করা সকলের কর্তব্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ