প্রেমের উপাসনা কেমনে বিঘ্নিত হয়।




প্রেমের উপাসনা কেমন ?
প্রেম কামনাতীত, সুতরাং একাসনে (প্রেমের একটি উপাসনা) কোন কাম্য বিষয় প্রার্থনার সহিত প্রেমের জন্য প্রার্থনা করিবে না।,,,, সত্য ধর্ম্ম তৃতীয় পরিচ্ছেদ।


উপাসনা পদ্ধতি একটি সূত্র।এক একটি গুণের উপাসনা এক একটি অঙ্ক।
গুরু আহ্বান - প্রেমিক গুরুকে প্রেম বিষয়ক গান দ্বারা আহ্বান করতে হবে।সেই গানে একটিও কাম্য বিষয়ক শব্দ থাকবে না। যে গান করে তারা উপাসনা শুরু করে সেই গানে কৃপা,আলসে,লালসে,মোহে এইসব কাম্য বিষয়ক শব্দ আছে।এই শব্দ দিয়ে প্রেমের উপাসনা করলে পাপে লিপ্ত হতে হয়।প্রেম প্রবন্ধে লেখা আছে।
শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত - যে গানটি গাইতে হবে তাতে পাপ এবং চাওয়া পাওয়া বোঝায় এমন শব্দ ব্যবহার করা যায় না।


নির্ব্বেদজনক সঙ্গীত,মনের প্রতি,জনের প্রতি, গুণকীর্তন ---কৃপাময়,দয়াময়, করুনাময়,পাপ,কর্ম,আলসে,লালসে,মোহে, ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যাবহার করলে মাতৃ হত্যার দশগুণ পাপ এবং প্রেম ভঙ্গের পাপ হয়।প্রেম প্রবন্ধে লেখা আছে।


স্বীয় পাপ উল্লেখ তার জন্য আত্মগ্লানী ভোগ-- এই শব্দটাই বলা যাবে না তার পরিবর্তে প্রেমহীনতা হেতু আত্মগ্লানী ভোগ করতে হবে।
প্রেম গুণের জন্য কেবল প্রেম নেই এমন গান ব্যাবহৃত হবে।
প্রেম গুণের জন্য ধ্যান- ধ্যান কথার অর্থ চিন্তা,প্রেম কেমন তার চিন্তা করতে হবে।
কৃপাময় স্তব-- এর পরিবর্তে প্রেমময় স্তব হবে।
আনন্দময় স্তব - এখানেও কোন কাম্য বিষয়ক শব্দ থাকবে না।
ধন্যবাদ - প্রেম বিষয়ক গান থাকবে তাতে কোন প্রকার কাম্য বিষয়ক শব্দ ব্যাবহার করা যাবে না।
প্রণাম মন্ত্র -- প্রণামেও কোন কাম্য বিষয়ক শব্দ ব্যাবহার করা যাবে না।
গুরুদেব এঁর ধন্যবাদ -- প্রেম বিষয়ক হতে হবে এবং তাতে কাম্য বিষয়ক শব্দ ব্যাবহার করা যাবে না।


গুরুদেব কে প্রণাম-- কাম্য বিষয়ক শব্দ ব্যাবহার করা যাবে না।
সুতরাং এতদিন প্রেমের উপাসনায় পাপ করেছে সবাই।তারা যে উপাসনা জানো না তার প্রমান । একজন ব্রহ্মদর্শী সাধক থাকা শর্তেও তাঁর স্মরনাপন্ন না হয়ে বিপথগামী হচ্ছে।


আমরা প্রবর্তক গুরুকে পেয়েছি বলে এই অমূল্য সম্পদ জানতে পেরেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ