ধর্ম্মের কাজ কি ? ধর্ম্মই বিজ্ঞান।


'ধর্ম্ম' শব্দের অর্থ পথ,যে পথে সত্যকে অবলম্বন করে মানব জন্মের সার্থকতা সম্পাদন করা যায় তাকে ধর্ম্ম বলা হয়। বর্তমানে অজ্ঞানতা বশত বা নিজেদের স্বার্থের জন্য ধর্ম্মের নামে মিথ্যাচার করে অর্থ নেওয়া ও ব্যাভিচারে প্রায় বেশিরভাগ রত।ধর্ম্ম যদি সত্য এবং বিজ্ঞান সম্মত না হয়ে কাল্পনিক হয় তার বিন্দুমাত্র ক্ষমতা নেই সৎপথে পরিচালিত করার যে কারনে অনেকেই ধর্ম্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে নিজেদের নাস্তিক বলেন।যদিও মিথ্যা আস্তিকতার থেকে নাস্তিকতা অনেকাংশে শ্রেয়। ধর্ম্ম এবং বিজ্ঞান পৃথক না, যেখানে সত্য নেই সেটি ধর্ম্ম হতে পারে না কারন পরমেশ্বর সত্য স্বরূপ।সেই অনন্ত গুণময় সৃষ্টিকর্তার গুণকে অন্তরস্থ করা ধর্ম্মের মূল উদ্দেশ্য।
যারা আত্মোন্নতি চান,জ্ঞান, প্রেম, ভক্তি, দয়া, কৃপা,করুনা,সরলতা, পবিত্রতা, কৃতজ্ঞতা, বিশ্বাস, একাগ্রতা,দৃঢ়তা,শান্তি,ধ্যান,জপ,নিরাময়, অমৃত ইত্যাদি গুণ সমূহকে নিজের আত্মার ভূষণ করতে সচেষ্ট হন সত্য ধর্ম্ম তাদের জন্য। উপাসনা এবং সাধনা এই কার্য করেই সত্য ধর্ম্মে অভ্যাস করে ফল পেতে হয়।
জন্মসূত্রে আমরা কাম,ক্রোধ,লোভ, মদ, মাৎসর্য্য ইত্যাদি ষড়রিপু সহ পূর্ব্ব পুরুষের পাপ এবং নিজে বিগত জন্মের পাপ রক্তের মাধ্যমে নিয়ে জন্মগ্রহণ করি তাই এদের জাত গুণ বলা হয়। পৃথিবীতে যতপ্রকার অন্যায় হয় তার কারন এই ষড়রিপু, এদের পাশবিক তাড়নায় হিতাহিত জ্ঞান হারিয়ে যায়।আমরা যাতে সঠিক নিয়মে শৃঙ্খলা বদ্ধ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারি ধর্ম্মের কাজ তাই। আমাদের পশুত্ব থেকে মনুষ্যত্ব তারপর দেবত্ব এবং পর্যাক্রমে ঈশ্বরত্বের দিকে উন্নীত করাই ধর্ম্মের কাজ।সততার সহিত মেরুদন্ড সোজা করে বাঁচতে শেখানোই ধর্ম্মের কাজ পৃথিবীতে এই পদ্ধতি একমাত্র সত্যধর্ম্মে প্রকাশিত আছে প্রমান স্বরূপ। সেখানেই সত্য ধর্ম্মের শ্রেষ্ঠত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ